জাকসুর দাবিতে আমরণ অনশন
সংবাদ বাংলা: চার মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনসহ ৭ দফা দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভের পর আমরণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনশনে বসেন তারা।
চার মাসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, শিক্ষক নিয়োগে শর্ত শিথিল করে কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীদের নেওয়া, গবেষণায় বরাদ্দ বাড়ানো, সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানো ও মান উন্নয়ন, এক মাসের মধ্যে দূর পাল্লার বাস চালু, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু এবং নতুন ক্যাম্পাসের কাজ দ্রæত শুরু করার বিষয়ে প্রশাসনের স্পষ্ট ঘোষণা চান আন্দোলনকারীরা।
প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি জানিয়ে এই আন্দোলনের আহŸায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, আমরা অনশন করছি। প্রশাসন সবসময়ই আমাদের আশ্বাস দেয়। সে আশ্বাস ফলপ্রসূ হয় না। আমাদের দাবি মানার আশ্বাস সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলে আমরা আন্দোলন থেকে সরে আসব।
উল্লেখ্য, সাত দফা দাবিতে গত ১ জুলাই থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। দাবিগুলো নিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ওইদিন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জকসু নির্বাচনের জন্য আইন সংশাধন করতে একটি কমিটি গঠন করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাসকে চার সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। ২০০৫ সালের বিশ্ববিদ্যালয় আইনে জকসু বিষয়ে কোনো ধারা না থাকায় এ সংক্রান্ত ধারা সংযোজন ও জকসু গঠনতন্ত্র প্রণয়নে আইন সংশাধনের জন্য কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ দিতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment