জাকারবার্গের তথ্যও হাতিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা
সংবাদ বাংলা: কেমব্রিজ অ্যানালিটিকা ফেইসবুক থেকে তার নিজের ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নিয়ে সেগুলোর অপব্যবহার করেছে বলে জানান জনপ্রিয় এই সোশাল মিডিয়া কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রায় আট কোটি ৭০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার হাতে যাওয়ার ঘটনা সম্প্রতি প্রকাশ পায়, যা নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তদন্ত চলছে।
এর ধারাবাহিকতায় মার্কিন কংগ্রেসের বাণিজ্য ও বিচারবিভাগীয় কমিটির সামনে জাকারবার্গের ডাক পড়েছে। ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে রাজনৈতিক কাজে ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রের সিনেটরদের মুখোমুখি হয়ে নিরাপত্তায় অবহেলার দায় নিজের কাঁধে নিয়েছেন জাকারবার্গ।
বুধবার জিজ্ঞাসাবাদে দ্বিতীয় দিন ব্যবহারকারীরা ফেইসবুকে নিজেদের যেসব তথ্য দিচ্ছে সেগুলো উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মত দেন মার্কিন কংগ্রেস সদস্যরা।
কংগ্রেস সদস্যরা বারবার ফেইসবুকে তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও জাকারবার্গ বারবারই গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় কোম্পানির বর্তমান ব্যবস্থার পক্ষে কথা বলে গেছেন। এক পর্যায়ে কমিটির পক্ষ থেকে ফেইসবুকে দেওয়া তার নিজেদের তথ্য কখনও অবৈধভাবে ব্যবহার হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে জাকারবার্গ তার উত্তরে ‘হ্যাঁ’ বলেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment