জাতীয় শোক দিবসে সরকারী কর্ম কমিশনে বিশেষ অনুষ্ঠানমালা
সংবাদ বাংলা: স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সরকারী কর্ম কমিশন সচিবালয়ে সকাল সাড়ে ১০টায় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কমিশন চত্বরে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর পঁচাত্তরের ১৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাঁদের বিদেহী আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কমিশনের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময়ে কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞ সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ রাত আটটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুনের সভাপতিত্বে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment