জুনিয়র বৃত্তির ফল প্রকাশ
এপ্রিল ১১
০৭:০৪
২০১৮
সংবাদ বাংলা: জুনিয়র বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফল ঘোষণা করা হয়েছে। মেধা ও সাধারণ কোটায় এ বৃত্তি প্রদান করা হয়েছে। উভয় কোটায় বৃত্তিপ্রাপ্তরা আগামী দু’বছর লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি শর্তে বৃত্তি প্রাপ্ত হবেন। এ সময়ের মধ্যে তারা বিনা বেতনে বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ লাভ করবেন। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা প্রতিমাসে সাড়ে ৪শ’ এবং সাধারন কোটায় সাড়ে ৩শ টাকা হারে সরকারি আর্থিক সহায়তা পাবেন। বৃত্তির টাকা উত্তোলনের সময় বৃত্তি প্রাপ্তদের পাঠোন্নতির সনদ প্রদান করতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment