জেলা শিল্পকলা একাডেমীতে চলছে প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বাংলা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৭দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্ট (নৃত্য) ফিফা চাকমা। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৃত্য শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মিলন কর্মশালার স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০১৮ পর্যন্ত ৭দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্ট(নৃত্য) প্রিয়াংকা সাহা। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৃত্য শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল এই কর্মশালার স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত চারুকলা বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় চারুকলা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া। ঝিনাইদ জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চারুকলার শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন এই কর্মশালার স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment