ঠাকুরগাঁওয়ে কোভিডে কয়েক ঘণ্টায় বাবা-ছেলের মৃত্যু
সংবাদ বাংলা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক ঘণ্টার মধ্যে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল একথা জানান। এই দুজন হলেন উপজেলার দনগাঁওয়ের গ্রামের ইয়াকুব আলী (৮০) ও তার ছেলে আজগর আলী (৫৩)। আজগর আলী হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
আজগর আলীর খালাতো ভাই হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, ইয়াকুব আলী বেশ কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তাকে করোনাভাইরাস পরীক্ষা করতে বলা হয়।
জিয়াউল হাসান বলেন, ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর শরীরেও করোনার উপসর্গ দেখা দিলে গত ৩০ জুন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হয়; এবং তারও করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিনই আজগর আলীকেও দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, অনেক চেষ্টার পরও জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু হার কমছে না। এ অবস্থায় সকলকে আরও অনেক বেশি সচেতন হতে হবে; স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment