ডলারের সমকক্ষে মুদ্রা ‘রেনমিনবি’ দাড় করাতে মড়িয়া চীন
মোহাম্মদ রেদওয়ান আতিক: ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর চীনা মুদ্রা রেনমিনবি ব্যবহারকে আন্তর্জাতিকীকরণের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ন পদক্ষেপ নিয়েছে দেশটি। এর মধ্যে বিদেশী কেন্দ্রীয় ব্যাংকের সাথে কারেন্সি সোয়াপ লাইন স্থাপন (মুদ্রা আদলবদল), চীনা আমদানীকারক ও রপ্তানিকারকদের রেনমিনবিতে তাদের ব্যবসায়িক লেনদেনের উৎসাহিত করছে। রেনমিনবিতে ডিপোজিট (আমানত) রাখার জন্য কর্পোরেশনের সামর্থ্যের বৃদ্ধি ও দ্রুত সম্প্রসারণ এবং হংকংয়ে অবস্থিত অফশোর রেনমিনবি বাজারে রেনমিনবি বন্ড ইস্যু করেছে চীন। আগামী বিশ্বকে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের ডলারের সমকক্ষ মুদ্রা হিসেবে রেনমিনবি’কে দাড় করাতে চাচ্ছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের মার্কিন ট্রেজারি সিকিউরিটিজের বৃহৎ অংশীদারিত্ব রয়েছে। তার দীর্ঘমেয়াদী মূল্যায়ন এবং ডলার এর অবমূল্যায়নে ও মার্কিন ডলারের বৈশ্বিক অধপতনের কারনে চীনের অর্থনীতি যে কোন আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারে বলে মনে করে উদ্ধতন সরকারী কর্মকর্তাদের এক পক্ষ এবং রেনমিনবিরক ডলারের সমকক্ষ করার এই পদক্ষেপগুলো ব্যাপক বির্তক সৃষ্টি করে।চীন রেনমিনবিকে ডলারের বিকল্প হিসাবে তৈরী করছে। রেনমিনবিকেএকটি ট্রেডিং মুদ্রা হিসাবে এবং বিদেশী কেন্দ্রীয় ব্যাংকের সাথে জোর কূটনৗতৈক তৎপরতা চালাচ্ছে চীনের মুদ্রায় রিজার্ভ রাখার জন্য।
সবকিছু মিলিয়ে রেনমিনবি আন্তর্জাতিকীকরণ প্রোগ্রামের উদ্দেশ্য মূলত অভ্রন্তরীন উন্নয়ন লক্ষ্যসমূহের সাথে সম্পর্কযুক্ত, যেমন চীনে বড় ধরনের অভ্যন্তরীন বিনিয়োগ বৃদ্ধি পায় এবং আর্থিক ব্যবস্থার উদারীকরণ সহজ হয়। আরেকটি বিষয় গুরুত্ব বহন করে তা হল চীনা রপ্তানিকারকদের জন্য খরচ কমানো এবং মুদ্রার বিনিময় হার ঝুঁকি এড়ানো।
আন্তর্জাতিক অর্থায়নের জন্য রেনমিনবিকে সম্পদ হিসেবে তৈরী করা, এর ব্যবহার বৃদ্ধি করা।চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেলের সাথে অভ্রন্তরীন মূলধন বরাদ্দ, বিনিময় হার, মূলধন প্রবাহ এবং নিজস্ব ঋণের খরচ কমানোর মাধ্যমে মৌলিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে রেনমিনবি ব্যবহার কার্যকর করা।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment