ডিজিটাল নিরাপত্তা আইনের ৪টি ধারা নিয়ে ১০ দেশের উদ্বেগ
মার্চ ২৫
১৭:৫২
২০১৮
সংবাদ বাংলা: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১০টি দেশের কূটনীতিক ও ইউরোপীয় ইউনিয়ন। আজ রোববার সচিবালয়ে এসব কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান। (সূত্র: ইউএনবি) এই ১০টি দেশ হলো জার্মানি, সুইডেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে ও সুইজারল্যান্ড।
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৮, ৩২ ও ২৫ ধারা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা আমাদের মতামত জানিয়েছি। আমরা আবারও আলোচনায় বসব। আনিসুল হক উদ্বেগের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে কূটনীতিকদের আশ্বাস দিয়েছেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment