ডেঙ্গুতে তিতুমীর কলেজ ছাত্রের মৃত্যু
সংবাদ বাংলা: ডেঙ্গুর বিস্তারের মধ্যে মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রসহ আরও ৩ জন। ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সরকারি তিতুমীর কলেজের অর্থনীতির স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়। ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত স্টাফ নার্স কাজী শ্যামলী বলেন, ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৩৮ মিনিটে তিনি মারা যান।
কুমিল্লার মুরাদনগরের ছেলে মেহেদী ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে। তার বন্ধু তিতুমীর কলেজের আরেক ছাত্র ওয়াহিদ জানান, প্রচণ্ড জ্বর হলে সপ্তাহ খানেক আগে মেহেদীকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার ডেঙ্গু হয়েছে। প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জন ডেঙ্গু রোগী মারা যান। গার্মেন্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বুধবার ভোর সোয়া ৪টার পর মারা যান। তিনি গত ৫দিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জ সদরে। বিকালে আরও একজন নারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment