ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় পরীক্ষার সুযোগ পাবে
সংবাদ বাংলা: ডেঙ্গু আক্রান্ত হয়ে যদি কোনও শিক্ষার্থী স্কুলের পরীক্ষা দিতে না পারে, তাহলে পরে বিশেষ বিবেচনায় তার পরীক্ষা নিতে হবে। বৃহস্পতিবার স্কুল ও কলেজের প্রধানদের এ-সংক্রান্ত নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৩ জন। সরকারের হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর তথ্য এলেও বেসরকারিভাবে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কোনও শিক্ষার্থী গুরুতর রোগে আক্রান্ত হলে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ (ত্রৈমাষিক, ষান্মাসিক ইত্যাদি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তেমনি ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের পরবর্তীতে বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে শিক্ষার্থীর ডেঙ্গু কিংবা গুরুতর রোগে আক্রান্ত হয়েছে কিনা, তা অবশ্যই চিকিৎসা সনদের মাধ্যমে প্রমাণিত হতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment