ডেল্টা লাইফের ১ কোটি শেয়ার নিয়ে কী হল
সংবাদ বাংলা: হঠাৎ বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে দেশের জীবন বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। সোমবার এ কোম্পানির ১ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৩১২টি শেয়ার কেনাবেচা হয়েছে। এই সব শেয়ারই কেনাবেচা হয়েছে দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১২৯ টাকা ১০ পয়সায়।
বাজার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক দশকে এ কোম্পানির এত বেশি শেয়ার একদিনে কেনাবেচার রেকর্ড নেই। যে দরে সোমবার শেয়ারটি কেনাবেচা হয়েছে, এটিও গত এক দশকের সর্বোচ্চ।
সোমবার ডেল্টা লাইফের লেনদেন হওয়া সব শেয়ারের বাজারমূল্য ছিল ১৪১ কোটি টাকা। সকাল ১০টায় লেনদেন শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যেই এর প্রায় সবটাই কেনাবেচা হয়।
গত ৪ এপ্রিলও ডেল্টা লাইফের শেয়ার ৬২ টাকা দরে কেনাবেচা হচ্ছিল। অর্থাৎ তিন মাসেরও কম সময়ে শেয়ারটির দর দ্বিগুণ হল। অবশ্য বীমা খাতের অধিকাংশ শেয়ার কয়েক মাসের ব্যবধানে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে।
শেয়ারবাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো এবং তার অনুসারীরা লেনদেন হওয়া এ শেয়ারের সিংহভাগই কিনেছেন।
দেশ সেরা এক ক্রিকেটার এবং বেসরকারি খাতের নতুন প্রজন্মের একটি ব্যাংকের এক পরিচালকও এ শেয়ার কিনেছেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল এবং সাউথইস্ট ব্যাংকের মালিকানাধীন ব্রোকারেজ হাউস থেকে এ শেয়ারের বড় অংশ বেচাকেনা হয়েছে।
শেয়ার বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
তবে আবুল খায়ের হিরো কাছে স্বীকার করেছেন, তিনি ৩৫ লাখ শেয়ার কিনেছেন। তার এক কাস্টমারও শেয়ার কিনেছেন।
জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘আমিতো ভাবছিলাম, আমি না, আমার এক কাস্টমার বাই (ক্রয়) দিয়েছিল। আমি গতকাল (রোববার) কিনেছিলাম। আজ ২৫-৩০ লাখের মত পাইছি।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী লেনদেনের শুরুতেই সর্বোচ্চ দরে আইসিবি শেয়ার বিক্রির আদেশ বসায়। এর পর ওই দরেই সকাল ১০টায় লেনদেন শুরুর ৩ মিনিটের মধ্যে সিংগভাগ শেয়ার কেনাবেচা হয়েছে।
ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের (স্থগিত) সঙ্গে দ্বন্দের জেরে পর্ষদ স্থগিত বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ গত ১১ ফেব্রুয়ারি এ কোম্পানিরই সাবেক কর্মকর্তা সুলতান-উল-আবেদীনকে প্রশাসক হিসেবে নিযুক্ত করে।
তবে সুলতান-উল-আবেদীনের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ ওঠায় গত ৯ জুন তাকে প্রশাসক পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ডেল্টা লাইফের এ লেনদেনকে সন্দেহজনক লেনদেনের তালিকায় অন্তর্ভূক্ত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এপচেঞ্জ কমিশন (বিএসইসি)। লেনদেনের ধরণ দেখে সংশ্নিষ্টরা মনে করছেন, এটি পূর্ব পরিকল্পনা থেকে এ লেনদেন হয়ে থাকতে পারে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, কমিশনের সার্ভিল্যান্সে এ কোম্পানির শেয়ার লেনদেন নজরদারির মধ্যে রাখা হয়েছে। সংশ্নিষ্ট কর্মকর্তাকে আজকের লেনদেনসহ অতীতের লেনদেনগুলো পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এর লেনদেন পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। এ বিষয়ে কমিশনকে অবহিত করা হবে। কমিশনই পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সর্বশেষ ২০১৮ সালের জন্য ডেল্টা লাইফ তার শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের পর কোম্পানিটি কোনো আর্থিক বিবরণী প্রকাশ করেনি। আইডিআরএ ২০২০ সালের অ্যাকচুয়ারি অনুমোদন না করায় ২০২০ সালের জন্য লভ্যাংশও দিতে পারেনি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment