ঢাবিতে আন্তর্জাতিক মুখাভিনয় উৎসব শুরু কাল
সংবাদ বাংলা: দ্বিতীয় আন্তর্জাতিক মুখাভিনয় উৎসব ২০১৮’ আগামীকাল ৮ এপ্রিল রাজধানীতে শুরু হচ্ছে। তিনদিনের উৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত। উৎসব ভ্যানু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সকল কর্মসূচি ঢাবি প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডিইউএমএ)। বেশ কয়েকটি বিদেশী দল উৎসবে যোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্র’এর মাইম থিয়েটার, জাপানের মাইম থিয়েটার ছাড়াও এতে জামার্নি, ইরান, ভারত, নেপাল’সহ বাংলাদেশের বিভিন্ন দল অংশ নিচ্ছে। বিদেশের বেশ সংখ্যক শিল্পী, কলাকুলিসহ দেশের শিল্পী নিয়ে দেড় শতাধিক শিল্পী দলগুলোর মাধ্যমে যোগ দিচ্ছেন। কর্মসূচির মধ্যে রয়েছে অংশ্রগহণকারী দলগুলোর মুখাভিন প্রদর্শনী, মাইম বিষয়ে সেমিনার। উদ্বোধনীর পর বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকায় একটি র্যালি বের হবে।
ডুমা দেশে মাইম আর্টে অত্যন্ত পরিচিত এক দল। বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গত সাত বছরে মুখাভিনয় শিল্পের ৪০০ প্রদর্শনী করেছে দলটি। বাঙালি সংস্কৃতি,সামাজিক বিষয় নিয়ে শুরু থেকে দলরি পারফরমেন্সে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীগুলোতে উঠে আসে। বিশেষ করে জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে দলটি মুখাভিনয়ের কাজ করছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment