‘তুপা’ ৯০ দশকের সহজ-সরল জীবনের গল্প
অক্টোবর ১৬
১৯:১৪
২০২১
সংবাদ বাংলা: এম মামুন হোসেন এর ‘তুপা’ উপন্যাসে তুপা, হাসান, সজিবের গল্পের সময়টি সেই ৯০ দশকের। যখন সম্পর্কগুলো খুব সহজ-সরল। এখনকার মত এত বেশি টেকনোলজি নির্ভর নয়। সময়টা আজ থেকে ২০ বছর আগে। খুব কী বেশি আগে? সে সময়ের সঙ্গে এই সময়ের হিসাবনিকাশ মেলাতে গেলেই বড্ড গণ্ডগোল বেঁধে যায়। ৯০ দশকেও আমাদের জীবন কতো সহজ-সরল। মোবাইল, ল্যাপটপ, ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইমো এসবের এতো দৌরাত্ম ছিলো না। সামাজিক এসব যোগাযোগ মাধ্যম সহজ-সরল সম্পর্কগুলো জটিল করেছে। কাছে আনেনি বরং আরও দূরে সরিয়ে নিয়েছে। কারো কারো এ নিয়ে ঘোর আপত্তি থাকতে পারে। সবাই ব্যস্ত ভার্চুয়াল জগতের লাইক, লাফ, এ্যাংরিতে।
পাঠক প্রিয় উপন্যাসটি পড়তে নিচের লিংক থেকে ডাউনলোড করুন
উপন্যাসটি পড়ে ভালো মন্দ মতামত দিতে পারেন এই ফেসবুক পেইজে https://www.facebook.com/mamunhs2
পাঠকের ভালোবাসা লেখককে আরও ভালো কিছু উপহার দেয়ার প্রেরণা জোগাবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment