তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু!
মোঃ রেদোওয়ান আতিক : তৃতীয় বিশ্বযুদ্ধ কী শুরু হলো! বিশুদ্ধ পানি, বেঁচে থাকার জন্য খাবার, আমরা কী কখনো ভেবেছি এ রকমটা হতে পারে? করোনাভাইরাস (কভিক-১৯) আমাদের কী শিক্ষা দিচ্ছে। এখন মানুষের পাশে মানুষ দাড়াতে চায় না। কারো হাত কেউ ধরতে চায় না। এটাই কী যুদ্ধ নয়? এভাবে কী এই মহাবিপদ থেকে পরিত্রাণ পাওয়া যাবে? মানব জাতির এই মহাবিপর্যয় মুখে পড়লো কেন?
গণচীন গত ডিসেম্বর মাস থেকে ২০ কোটি মানুষকে ঘরবন্দি বা কোয়ারেন্টাইন করে রাখে। অফিস, স্কুল, বিশ্ববিদ্যালয়, বাজার, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিমান ব্যবস্থা সব কিছুই বন্ধ। তারপর কি ঠেকানো গেছে এই মানবসৃষ্ট মরনব্যাধীকে। এখন তা সারা বিশ্বে ছড়িয়ে পরেছে।
ইতালিতে মৃত্যুহার চীনের থেকে বেশি কেন তার কি কোন সঠিক উত্তর আছে? একজন রাস্ট্রপ্রধান যখন অসহায়ত্ব প্রকাশ করে বলে ওপরওয়ালা ছাড়া কেউ কিছুই করতে পারবে না। এর মানে কি? তবে কি এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ!
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্টের প্রেসিডেন্ট যখন বলেন মাস্ক ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করার আহ্বান জানায়। তখন তা হাসির খোরাক যোগায় ঠিকই, কিন্তু ভেবে দেখুন একবার অর্থ বা টাকা থাকলেও মাস্কের যোগান নেই। কী অসহাত্ব!
উপমহাদেশের বৃহৎ অর্থনীতির দেশ ভারত জনতা কারফিউ দিল ৭২ ঘন্টা সেটা শেষ হতে না হতেই ২১ দিনের লকডাউন ঘোষণা করলো সরকার। পুরোটাই তো অর্থনীতির উপর চাপ তৈরি করবে।
জাপান মুখিয়ে ছিল অলিম্পিক আয়োজনের জন্য তাদের আশা ছিল অলিম্পিক তাদের অর্থনীতির চাকাকে সচল করবে। এখন তা এক বছর এর জন্য পিছিয়ে গেল এবং তা পরে হলেও তাদের অর্থনীতিকে কতটা সচল করবে তা বলা কঠিন হবে এ মুহুর্তে। বাংলাদেশ ছোট একটা অর্থনীতির দেশ । আমাদের ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র হাসপাতাল, ফার্মেসি, বাজার ও জরুরি সেবা খোলা থাকবে। এটা বলার বাহুল্য রাখে না যে, এই পরিস্থিতি বাংলাশের সাধারণ জনগণ ও একটা অর্থনীতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাবে।কারণ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে না। মূল্য বৃদ্ধি পাবে। পাশাপাশি শ্রমজীবি মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কী হবে? রাষ্ট্র কী দায়িত্ব নিবে? তাহলে দায়িত্ব কাদের? দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব রাষ্ট্রের, প্রতিষ্ঠানের, সমগ্র মানবজাতির।মানবজাতি ধংস হয়ে গেলে রাস্ট্র, প্রতিষ্ঠান কে চালাবে? কার জন্য চলবে?
সারা পৃথিবীর অসহায়, দরিদ্র, শ্রমজীবি, যারা করোনাভাইরাসের কারনে নয়; শুধুমাত্র খাবারে অভাবে বিপদে পড়বে তাদের খাবারের ব্যবস্থা করা তবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সবার বেঁচে থাকা নিশ্চিত করতে খাবারের জন্য হোক এই মানবতার যুদ্ধ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment