দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
সংবাদ বাংলা: সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের মুম্বইয়ের সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করে নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুম্বইয়ে দাগী এই সন্ত্রাসবাদীর কয়েক কোটি টাকার সম্পত্তি ফিরে পেতে বহু বছর আগে মামলা দায়ের করেছিলেন দাউদের মা আমিনা কাসকার ও তার বোন হাসিনা পার্কার। কিন্তু তা খারিজ করে দিয়ে সেই সম্পত্তি সরকারকে নিয়ে নিতে বলেছে দেশের শীর্ষ আদালত। ইতিমধ্যেই দাউদের মা ও বোন মারা গিয়েছেন। ফলে মুম্বইয়ের নাগপাড়া এলাকায় থাকা দাউদের সম্পত্তি এখন সরকারের হাতে চলে যাবে বলে খবর।
১৯৮৮ সালে এই সম্পত্তি সিল করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কারণ সেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছিল এই অভিযোগে। তখন সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়। ১৯৯৩ সালে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জন মানুষ মারা যায়। তখন দেশ ছেড়ে গা ঢাকা দেয় দাউদ। তাই প্রশাসন সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়। ১৯৯৮ সালের জুলাই মাসে দিল্লি হাইকোর্ট দাউদের মা ও বোনের আবেদন খারিজ করে দিলে তাঁরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ২০১২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট বিষয়টি পর্যবেক্ষণ করে। সেখানে দেখা যায় দাউদের মা ও বোনের নামে সাতটি করে বাড়ি রয়েছে। আর যে সম্পত্তি তাঁরা নিতে চাইছেন তার কোনও আইনগত নথি তাঁদের কাছে নেই।
১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের পর দাউদ পাকিস্তানে আশ্রয় নেয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ দাউদকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেয়। গত বছর দাউদের বহু হোটেল ও গেস্ট হাউস নিলাম করে দেওয়া হয়। এবার দাউদের বাকি সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment