দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার পেলেন এম মামুন হোসেন
সংবাদ বাংলা: সাহিত্যে জগতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার-২০১৯’ পেলেন লেখক ও সাংবাদিক এম মামুন হোসেন। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কবিতাগ্রন্থ ‘নিজের শব বহন’র জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।
ড. মো. আমীনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অশোক কুমার বড়ুয়া, ডা. প্রনব কুমার চৌধুরী প্রমুখ।
এ বছর পুরস্কারপ্রাপ্ত হলেন সকৃত নোমান-উপন্যাস-মায়া মুকুট (অন্য প্রকাশ), অলক দাস গুপ্ত-কবিতা, সৈয়দ আবুল হোসেন-প্রবন্ধ-আমার কথা (পুথিনিলয়), মাহবুব রেজা-মুক্তিযুদ্ধ ভিক্তিক-পুরান ঢাকার কাজল ১৯৭১ (নালন্দা পাবলিকেশন্স), ডা. প্রনব কুমার চৌধুরী-শিশু সাহিত্য-দেব শিশু (পুথিনিলয়), পিয়াস মজিদ-জীবনীগ্রন্থ-স্মৃতি সত্তার সৈয়দ হক (অন্য প্রকাশ), মিল্টন কুমার দে-ইতিহাস-রমেশ চন্দ্র মজুমদার জীবন ও কর্ম (গ্রন্থ কুটির), দিদার হাসান-প্রবন্ধ-গল্পের লেখক লেখকের গল্প, এম মামুন হোসেন-কবিতা-নিজের শব বহন (বেহুলা বাংলা) মোস্তফা কারিগর-প্রচ্ছদ-নিউটনের ছাত্রী (পুথিনিলয়), মোস্তফা কামাল-সাংবাদিকতা-নির্বাহী সম্পাদক (কালেরকন্ঠ), প্রিয়শংকর বন্দ্যোপাধ্যায়-কবিতা-বিপ্রতীপ-রেয়ার বুকস্।
প্রসঙ্গত, গত তিন বছর দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার দেয়া হচ্ছে। বছরের নির্বাচিত ও সেরা বইয়ের লেখককে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment