দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়
সংবাদ বাংলা: দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে স্বাধীনতার বার্ষিকীতে একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৪৭ বছর পূর্ণ করা বাংলাদেশে এবারের স্বাধীনতা দিবস এসেছে নতুন অনুষঙ্গ নিয়ে। এ বছরই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি মিলেছে জাতিসংঘের কাছ থেকে। সোমবার সারাদেশে উদযাপিত হচ্ছে স্বাধীনতার ৪৭তম বার্ষিকী; যেখানে শ্রদ্ধা নিবেদনের মূল কেন্দ্রে ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
ভোর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন পর্বের পর উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের ফটক; বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে ব্যক্তিগতভাবে কিংবা পরিবার-পরিজন নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।
বিএনপি নেতাকর্মীরা সকাল পৌনে ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সেই সেঙ্গ বাজতে থাকে যুদ্ধদিনের প্রেরণাদায়ী দেশাত্মবোধক গানগুলো। নানা বয়সের নানা শ্রেণি পেশার মানুষ জাতীয় পতাকার লাল-সবুজে সেজে ফুল হাতে স্মৃতিসৌধে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। মুখে লাল-সবুজ উল্কি এঁকে কিংবা গায়ে একই রঙের পোশাক জড়িয়ে অনেক বিদেশি নাগরিককেও জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে দেখা যায়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment