ধর্ষণ-বিরোধী কার্টুনে ‘রাম-সীতা’; হুমকিতে ভারতীয় সাংবাদিক
সংবাদ বাংলা: ভারতে সম্প্রতি বহুল আলোচিত দুটি ধর্ষণের ঘটনা এবং এই দুটি ঘটনাতেই অভিযুক্তদের বাঁচাতে হিন্দুত্ববাদীদের সমর্থন – এ নিয়ে সারা দেশেই যখন কথাবার্তা চলছে, তখন একটি ব্যঙ্গচিত্র এঁকে হুমকির মুখে পড়েছেন এক নারী সাংবাদিক-কার্টুনিস্ট। স্বাতী ভাদলামুদির ওই কার্টুনে দেখা যাচ্ছে হিন্দুদের দেবতা রাম এবং তার স্ত্রী সীতা কথা বলছেন। সীতার হাতে একটি সংবাদপত্র।
ভারত শাসিত জম্মু কাশ্মীরের কাঠুয়াতে যে আট বছরের কন্যা-শুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে – এই দুটি ঘটনার সংবাদই ছাপা হয়েছে সীতার হাতে থাকা খবরের কাগজে।
আর রামের দিকে তাকিয়ে সীতা বলছেন, ভাগ্যিস আমাকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছিল – তোমার ভক্তরা নয়!
হিন্দুত্ববাদী দলগুলি নিজেদের রামভক্ত বলে পরিচয় দিয়ে থাকে এবং জম্মু ও উত্তর প্রদেশ – দুটি ক্ষেত্রেই মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো – এমনটাই অভিযোগ। ওই কার্টুনটি কয়েক হাজার মানুষ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু যেভাবে মহাকাব্য রামায়ণে বর্ণিত একটি ঘটনার উল্লেখ করে রামচন্দ্র এবং সীতার ছবি ব্যবহার করা হয়েছে কার্টুনটিতে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভাদলামুদি পেশায় সাংবাদিক হলেও শখের কার্টুনিস্ট। তিনি জানিয়েছেন, যে দুটি ধর্ষণের ঘটনা সম্প্রতি জাতীয় পর্যায়ে শিরোনাম হয়ে উঠেছে, তার প্রতিবাদ জানাতেই তিনি ওই কার্টুনটি এঁকেছেন। দুটি ঘটনাতেই ক্ষমতাসীন বিজেপির নেতারা জড়িত থাকার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, হয় তাদের এক নেতার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠছে, নয়তো অভিযুক্তদের আড়াল করছে তাদের দলেরই নেতারা। ধর্ষণে অভিযুক্তদের যারা আড়াল করছে, তারাই আবার নিজেদের রামের ভক্ত বলে দাবি করে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment