নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের শাস্তি দাবি
সংবাদ বাংলা: নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলাকারাদীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সংগঠনের আহŸায়ক কমিটির সদস্য মো. কামাল উদ্দিনের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ইতিমধ্যে বিষয়টি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে অবহিত করা হয়েছে। সন্ত্রাসীদের কোন দল নাই, তাদের প্রতি সমিতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘ ৫ মাস ধরে কলেজে যেতে বাধা দিচ্ছিল সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ। গত ২১ ফেব্রুয়ারি কলেজের শহীদ মিনার স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হীরুর উপস্থিতিতে তিনি শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন। এরই মধ্যে স্থানীয় সাংসদ ওনাকে কলেজে এসে কলেজ পরিচালনার নির্দেশ দিলে বৃহস্পতিবার সকালে তিনি কলেজ আসেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment