Sangbad Bangla 24

News

 শিরোনাম
  • সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা সংবাদ বাংলা: সোনার দামে নতুন রেকর্ড করেছে। ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করল। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে...
  • পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ চাষী সিরাজুল ইসলাম: পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ নিয়ে কিছু কথা। গত ১৮ মার্চ ময়ূরপঙ্খি নাওয়ে পদ্মা ভ্রমণের সুখস্মৃতি। সকাল পৌনে সাতটায় ধানমন্ডি থেকে বাসে চেপে বসলাম। গুলিস্তানে এসে...
  • জবি অ্যাকাউন্টিং অ্যালামনাই কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত সংবাদ বাংলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জবির অ্যাকাউন্টিং বিভাগের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের...
  • মীরপুরে এক বেলা আহারের শীতবস্ত্র বিতরণ সংবাদ বাংলা: শীত বস্ত্র বিতরণ করেছে ‘এক বেলা আহার’ সংগঠন। শনিবার  মীরপুরে শরীফ শিক্ষা পরিবার স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে  শীতবস্ত্র, কলম ও খাতা বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্টজন...
  • এক বেলা আহারের শীত বস্ত্র বিতরণ সংবাদ বাংলা: প্রতিবন্ধী ২১৪ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘এক বেলা আহার’। শনিবার সাভারের গান্দারিয়া গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই গ্রামে ২১৪টি প্রতিবন্ধী পরিবার...

নসিবের সঙ্গে পাঞ্জা কষাকষি

নসিবের সঙ্গে পাঞ্জা কষাকষি
সেপ্টেম্বর ২৭
১২:৩১ ২০১৯

একটু আগে এক পচলা বৃষ্টি হলো
সঙ্গে তান্ডব বাতাস,
স’বে আকাশে সূর্য উঁকি দিয়েছে
পরক্ষণে আলোকরশ্নি ছড়াবে
তোমায় আজ বড্ড বেশি মনে পড়ছেÑ
দুই অক্ষরের শব্দ ‘কেন’
ঘুরপাক খাচ্ছে মনের ভিতর।

এভাবেই প্রতিটি ভোরে সূর্য আলোকছড়া থেকে
গোধূলি লগ্নে অন্ধকারে মিশে যাওয়া অবধি
নসিবের সঙ্গে প্রতিনিয়ত পাঞ্জা কষাকষি
আর প্রতিনিয়ত হেরু কুতকুত খেলা।

চাল আর ডালে উতরানো
আগুন গরম খাবার খাচ্ছি
ঘড়ি এইমাত্র ঘণ্টা বাজিয়ে জানান দিলো
বিকেল চারটা।

তুমি, দেখলে হয়তো রাগ করতে
এই সময় খাচ্ছি বলে,
রাধতে গিয়ে হাতটা পুড়ে গেছে
পিয়াজ কাটতে গিয়ে আঙ্গুল কেটে
খানিকটা রক্তও বেরিয়েছে।

বাড়ীভাড়াও মাস কয়েক হলো বেড়েছে
কিন্তু পেনসন বাড়েনি।
আমার ভাড়ায় আমার সঙ্গে থাকে কিছু রুমমেট
টিকটিকি, তেলাপোকা এবং মাকড়সা
এরা সবাই আমার নির্জনতার সঙ্গী।
ওরা বড্ড ভালো
আমায় ছেড়ে যেতে চায়না সহজে
এতো কিছু করলাম তবুও।

তোমার দফাদার সাহেবের কথা মনে আছে
যার সঙ্গে রাতে দাবা খেলার আসর বসাতাম
আগে তো এখানেই উনি আসতেন
এখন আমি গিয়েই তার সঙ্গে খেলি।

বরাবর আগে যেমন জয়মাল্য আমার ভাগে এসে জুটতো
এখন আর তা হয়না,
চালে বড় ভুল করি
সব তালগোল পাকিয়ে যায়।
মাথায় আর কালো চুলের বালাই নেই
চোখেও ভালো দেখিনা
সব আবছা আবছা।

আমার পৃথিবী এখন খুব ছোট হয়ে এসেছে
অজস্র্র অদৃশ্য হাত
বারবার গলা টিপতে আসে
কিভাবে যেন ফসকে বেরিয়ে যাই
কিন্তু নির্জনতা আমায় রেহাই দেয়না।

দেয়ালে ঝুলানো আমার সঙ্গে তোমার তোলা যৌবনের ছবিটায়
অনেক ধুলো জমেছে
পরিস্কার করা হয়না।

কালকে রাস্তায় হাটার সময় পড়ে গিয়ে
চশমার মাঝখানটা ভেঙ্গে গেছে,
হাতে টাকা নেই, কাচটা পাল্টে নেবো।
তোমার ছেলে মেয়েরা বেশ সুখে আছে গো
যেই পুত্রধনকে পড়াতে গিয়ে
ভিটেমাটি সব বিক্রি করেছি
নিউইর্য়কে এক মেমকে বিয়ে করে প্রবাসী হয়ে আছে।

অমবশ্যায় জো¯œার আলোর মতোই
ওর কাছ থেকে পাওয়া চিঠি দুস্পাপ্য।
ওরা আমায় করুণা করতে চায়,
করুণা শুনতে বড্ড খারাপ লাগে
তাই না?
আচ্ছা, আমার মতো নির্জনতায়
ওরা কি কখনো ভুগবে?
তাহলে হয়তো উপলব্দি করবে
আমার নির্মম নির্জনতা।
তুমি ভাবছ, আমি কেমন?
নিজের সন্তানকে অভিশাপ দেই

আমার আগে গিয়ে নিজে রক্ষা পেয়েছ
নির্মম নির্জনতা থেকে
কবে তোমার কাছে আসবো
সেই শেষ দিনটির এখন শুধু অপেক্ষা করি।
নসিবের সঙ্গে প্রতিনিয়ত পাঞ্জা কষাকষি
আর প্রতিনিয়ত হেরু কুতকুত খেলি।

১ Comment

  1. রেদওয়ান
    রেদওয়ান অক্টোবর ০৩, ১৪:১৯

    দারূন সুন্দর প্রতিটা অক্ষর কথা বলে। আমার ভাল লেগেছে।

    Reply to this comment

Write a Comment

Leave a Reply

ফটো গ্যালারি

This slideshow requires JavaScript.

কারবার স্মৃতিতে অনন্য হোসনি দালান

ঢাকাইয়া বনেদি খাবার