নুসরাতের পাশে থাকবে মাদ্রাসা বোর্ড
সংবাদ বাংলা: দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির খোঁজখবর নিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্যা। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে গিয়ে নুসরাতের বাবা ও তার ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং সহনাভূতি প্রকাশ করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিবারটির পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রæতি দেন। এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন ও রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। এই ঘটনায় যারা জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন।
আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা তাকে ছাদে ডেকে নিয়ে যায়। তারা ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দেয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। এতে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন নুসরাতের বর্তমান অবস্থা আশঙ্কাজনক।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment