পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীর ফল সোমবার
সংবাদ বাংলা: পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়া ৫৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সকাল ১০টায় রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এসময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসির ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর দুপুর ১টায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। গত কয়েক বছর ধরে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীর ফলাফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল প্রকাশ করা হচ্ছে।
মোবাইলে জেএসসির ফলাফল জানতে JSC<স্পেস>শিক্ষা বোর্ডের নাম<স্পেস>রোল নম্বর<স্পেস>২০১৮ লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফলাফল জানা যাবে। একইভাবে জেডিসির জন্য JDC<স্পেস>শিক্ষা বোর্ডের নাম<স্পেস>রোল নম্বর<স্পেস>২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রাথমিক সমাপনীর ফলাফল জানতে DPE<স্পেস>শিক্ষার্থীর আইডি<স্পেস>২০১৮ লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফলাফল জানা যাবে। একইভাবে ইবতেদায়ী শিক্ষা সমাপনীর জন্য EBT<স্পেস>শিক্ষার্থীর আইডি<স্পেস>২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment