পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ১৭ নভেম্বর শুরু
সংবাদ বাংলা: চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৭ নভেম্বর। শেষ হবে ২৪ নভেম্বর। গতকাল বুধবার এই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://mopme.gov.bd) দেওয়া হয়েছে। এই পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নেবে।
সময়সূচি অনুযায়ী ১৭ নভেম্বর দুই পরীক্ষাতেই ইংরেজি ও ১৮ নভেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা হবে। ১৯ নভেম্বর প্রাথমিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়িতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের পরীক্ষা হবে।
২০ নভেম্বর প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়িতে আরবি বিষয়ের পরীক্ষা হবে। ২১ নভেম্বর প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়িতে কুরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা হবে।
২৪ নভেম্বর দুই পরীক্ষাতেই গণিত বিষয়ের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টায় পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment