পপির মেকআপ ঠিক করে দিলেন মাহফুজুর রহমান
সংবাদ বাংলা: সেদিন ছিল ১৮ মার্চ। হঠাৎ বিএফডিসিতে সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ সূটিং সেটে উপস্থিত হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। নতুন সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নেন পপি। কিছুক্ষণ দেখার পর হঠাৎ করেই তিনি জানান দেন পপির মেকআপ ঠিক হয়নি।
তিনি বলেন, ‘মেকাআপ কে করেছেন? মেকআপ তো ভালো হয়নি।’ এসময় মেকআপ আর্টিস্ট মনির হোসেন দৌঁড়ে এসে বলেন, ‘স্যার কি করতে হবে।’ এরপর নিজেই মেকআপের সরঞ্জাম নিয়ে পপির মেকআপ ঠিক করতে শুরু করেন ড. মাহফুজুর রহমান। পপির মেকআপ ঠিক করার সময় বেশ মজাও করেন মাহফুজুর রহমান। পপিও এই ঘটনায় বেশ আনন্দ পেয়েছেন। মাহফুজুর রহমান পপিকে বলেন, ‘আমার জীবনে প্রথম আমি মেকআপ ম্যান হিসেবে কাজ করেছি। এখানে লজ্জার কিছু নেই আমাদের সিনেমা যত ভালো তোমাকে লাগবে, দর্শক হলে গিয়ে তত বেশি ছবি দেখবে।’
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ১৯৭৮ সালে তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন। বাংলাদেশ থেকে নীট পোশাক ইওরোপে রপ্তানির মধ্যে দিয়েই তাঁর এই ব্যবসার শুরু। এরপর ‘৯৫ সালে এই ব্যবসার খাতিরেই ভারতের মুম্বাই শহরে গিয়ে জি-টিভির কার্যক্রম দেখে তাঁর ইচ্ছা হয় ওই আদলে বাংলাদেশে একটি স্যাটেলাইট টেলিভিশনের প্রচার শুরু করার ।
‘সাহসী যোদ্ধা’ পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। চিত্রগ্রহণে আছেন পনির। কোরিয়গ্রাফি করছেন আজিজ রেজা। এটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment