‘পলাতক’ ওসি মোয়াজ্জেম সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ বাংলা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সেখানে ওসি মোয়াজ্জেমসহ আরো কিছু প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন। মন্ত্রী বলেন, “অপরাধী হলে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে শাস্তি পেতেই হবে।”
নুসরাত হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতা থাকলে তার বিচার হবে। সে যতোটুকু অপরাধ করেছে তাকে তার শাস্তি পেতেই হবে।
‘অপরাধের সঙ্গে যে–ই জড়িত থাকুক, তাকে শাস্তি পেতে হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সে ওসি হোক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক আর জনপ্রতিনিধি হোক। তিনি আরও বলেন, ওসি এখন পালিয়ে থাকলে খুঁজে পেতে হয়তো একটু সময় লাগবে। তবে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এক সপ্তাহ ধরে লুকোচুরির পর এখন পুলিশ বলছে, ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন পালিয়ে গেছেন। তবে ফেনী ও রংপুর দুই জায়গার পুলিশই সাবেক ওসির গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর দুদিন পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। আগামী ১১ জুন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment