পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির খুঁটিনাটি
সংবাদ বাংলা: জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে অন্যতম একটি হলো উচ্চশিক্ষার জন্য ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার পরই চলে আসে সিদ্ধান্ত নেওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। একটিমাত্র সিদ্ধান্ত পুরো জীবনের দৃশ্যপটটাই বদলে দিতে পারে। ছোটবেলা থেকেই অবচেতন মনে নিজেদের নিয়ে কিছু স্বপ্ন লালন করি আর অপেক্ষা করতে থাকি কখন সেই সময় আসবে। ভর্তি পরীক্ষার আগের এই সময়টাতে তাই সবাই একটু না একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়- এখন কী করব, কী করা উচিত কিংবা কী করলে ভালো হয় এই প্রশ্নগুলো নিয়ে। মাঝে মাঝে পরিবারের স্বপ্ন আর নিজের স্বপ্ন একই সুতোর গাঁথুনি হয়ে ওঠে না। হয়তো ছেলে মেরিনে পড়তে চায়, পরিবার চায় সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ূক। কিংবা মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, পরিবার চায় চিকিৎসক হোক।
এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় মনে ভয় আর সংশয় রাখলে চলবে না। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় নিজের সর্বোচ্চটা দিতে হবে। পরীক্ষার পরে যাতে নিজেকে নিয়ে কোনো আফসোস না থাকে সেভাবে প্রস্তুতিটা নিতে হবে। সব ভয়কে জয় করে আন্তরিক প্রচেষ্টায় নিজের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব।
দেশের আটটি কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে
প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় : ৫ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১২ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২৪ অক্টোবর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২৫ অক্টোবর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা : ১৫ নভেম্বর
কৃষি বিশ্ববিদ্যালয়
সমন্বিত ভর্তি পরীক্ষা : ৩০ নভেম্বর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :২-৫ ডিসেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট : ২৬ অক্টোবর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২১ ও ২২ নভেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১৫ ও ১৬ নভেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২০ ও ২১ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১ ও ২ নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২২ ও ২৩ নভেম্বর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬ ডিসেম্বর
অন্যান্য বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় : ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ সেপ্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : ১৪, ২০, ২১, ২৯ সেপ্টেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার : ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০-২২ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ২৬-৩১ অক্টোবর
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া : ৪-৮ নভেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা : ২৬ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় : ৮-৯ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় : ১৭-২১ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয় : ১৮-১৯ অক্টোবর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর : ১০-১৪ নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয় : ২ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় : ৮-৯ ডিসেম্বর
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় : ২৯ নভেম্বর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় : ৭ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয় : ১-১৫ সেপ্টেম্বর ফরম বিতরণ করা হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আবেদন গ্রহণ করা হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment