পুলিশকে ফুল দেওয়ার ভিডিও ভাইরাল
সংবাদ বাংলা: পুলিশ তো ফুল নেয়নি, বরং রাতে বেধড়ক পিটিয়েছে আন্দোলনকারীদের৷ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’৷ নানা কর্মসূচি পালনের পর ৮ এপ্রিল পদযাত্রার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা৷ বেলা আড়াইটার দিকে পাবলিক লাইব্রেরির সামনে তারা সমবেত হয়৷ ঘণ্টাখানেক পর তারা মিছিল করে শাহবাগ মোড়ে অবস্থান নেয়৷ এ সময় পুলিশ তাদেরকে নানাভাবে সেখান থেকে সরিয়ে দিতে চাইলেও আন্দোলনকারীরা অনড় থাকেন৷
এরই মাঝে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে যায়৷ পুলিশ অবশ্য তাদের কাছ থেকে ফুল গ্রহণ করেনি৷ বিনিময়ে ওইদিন রাতেই তাদেরকে কাঁদুনে গ্যাস ও বেধড়ক পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷ পুলিশকে ফুল দেওয়ার সেই ভিডিওটি ফেইসবুকে ‘কোটা সংস্কার চাই (সকল ধরনের চাকরির জন্য)’ নামের একটি পেইজে আপ করা হয়েছে৷
ভিডিওটি দেখুন
There are no comments at the moment, do you want to add one?
Write a comment