পোশাক খাতে অদক্ষ ব্যবস্থাপনা ও শিল্পসংক্রান্ত শিক্ষার অভাব
সংবাদ বাংলা: দক্ষ ব্যবস্থাপনা ও শিল্পসংক্রান্ত সাধারণ শিক্ষার অভাবে বাংলাদেশের পোশাক শিল্প কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারছে না। ক্রমাগতভাবে উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও বিশ্বব্যাপী পোশাকের দাম কমছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারের শেষ দিনে আয়োজিত গোলটেবিলে এ খাতের বিশেষজ্ঞরা এ কথা বলেন। ‘বিশ্বব্যাপী পোশাক শিল্পের টেকসই স্থায়িত্ব এবং বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ১৫০ জন গবেষক অংশগ্রহণ করেন।
ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানার সঞ্চালনায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তির অভাবে দেশের পোশাক খাতে শীর্ষ পর্যায়ে বিদেশী কর্মীরা একচেটিয়া আধিপত্য বিস্তার করছে। এতে করে বাংলাদেশ থেকে রেমিট্যান্স চলে যাচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্পসংক্রান্ত দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্বরোপ করা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ব প্রতিযোগী বাজারে টিকে থাকতে পোশাক খাতের উন্নয়নে গবেষণায় বিনিয়োগ করতে হবে।
গোলটেবিল আলোচনায় অংশ নেন ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির প্রফেসর পিটার হেসেল, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের প্রফেসর ড. রহিম বকস তালুকদার, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) রির্সাস ডাইরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রহমান খান, ডিবিএল গ্রæপের হেড অব সাসটেনেবেলিটি মোহাম্মদ জাহিদুল্লাহ, বিজিএমইএর অতিরিক্ত সচিব জগলুল হায়দার, বেস্ট সেলারের কান্ট্রি ম্যানেজার মাহের সেজের, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের সিনিয়র ম্যানেজার সাদেকুর রহমান।
পরে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. এম. সফিউল্লাহর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম এইচ খান, প্রো-ভিসি অধ্যাপক ড. শরীফুল আলম, স্কুল অব বিজনেস অনুষদের ডিন ও প্রজেক্ট লিডার অধ্যাপক ড. মো. আমানুল্লাহ, ডেপুটি লিডার অধ্যাপক ড. মোহাম্মদ সারওয়ার মোরশেদ।
ডেভলপমেন্ট এজেন্সি-ড্যানিডার অনুদানে ‘পোশাক শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণা যৌথভাবে বাস্তবায়ন করছে ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটি এবং বাংলাদেশের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্ভাবনাময় পোশাক শিল্প নিয়ে এতো বড় গবেষণা কার্যক্রম এই প্রথম।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment