প্রশ্ন ফাঁস: টিআইবি কাল মানববন্ধন করবে
সংবাদ বাংলা: প্রশ্ন ফাঁস নিয়ে জনসচেতনতা বাড়াতে আগামীকাল রবিবার ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রশ্ন ফাঁসের ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে জনমত গঠনে এই কর্মসূচ পালন করা হবে। আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ টিআইবির সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন।
এরআগে টিআইবি এক গবেষণায় বলেছে, পাবলিক পরীক্ষায় ৪০টি ধাপ থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এরমধ্যে ২৩টি ধাপ থেকে সবচেয়ে বেশি প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, বিজি প্রেসে কম্পোজ, প্র“ফ দেখা, সিলগালা করা ও বিতরণ এবং পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষাবোর্ড, মাধ্যমিক শিক্ষা অধিদঢতর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, কোচিং সেন্টার, গাইড বই ব্যবসায়ী ও সরকার দলীয় ছাত্র সংগঠন জড়িত বলে সংগঠনটি দাবি করেন।
গত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে সরকার। ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইসএসসি ও সমমান পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
ইতিমধ্যে প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপগুলো জেনে নেয়া যাক-
গত বৃহস্পতিবার থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন নিতে হবে।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে এসএমএস করে সেট কোডের নির্দেশনা পাঠানো হবে। তারপর প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে।
কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমন মোবাইল ফোন ব্যবহার করবেন, যা দিয়ে ছবি তোলা যায় না।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment