বদলে গেল ৫ জেলার ইংরেজি বানান
সংবাদ বাংলা: দেশের পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের মতো হলো। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান ‘Chittagong’, কুমিল্লার বানান ‘Comilla’, বরিশাল বানান ‘Barisal’, যশোরের বানান ‘Jessore’ ও বগুড়ার বানান ‘Bogra’। এখন ‘Chittagong’ এর পরিবর্তে ‘Chattogram’, ‘Comilla’ এর পরিবর্তে ‘Cumilla’, ‘Barisal’ এর পরিবর্তে ‘Barishal’, ‘Jessore’ এর পরিবর্তে ‘Jashore’ এবং ‘Bogra’এর পরিবর্তে ‘Bogura’ করা হয়েছে।
এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়। ২০০০ সালেও ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাপাইনবাবগঞ্জ’ করা হয়েছিল। কিছু কিছু নামের বানান ইংরেজ বা ব্রিটিশদের দেওয়া। এরকম অন্য প্রস্তাব আসলে সেগুলো মন্ত্রিসভা বিবেচনা করবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment