Sangbad Bangla 24

News

 শিরোনাম
  • সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা সংবাদ বাংলা: সোনার দামে নতুন রেকর্ড করেছে। ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করল। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে...
  • পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ চাষী সিরাজুল ইসলাম: পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ নিয়ে কিছু কথা। গত ১৮ মার্চ ময়ূরপঙ্খি নাওয়ে পদ্মা ভ্রমণের সুখস্মৃতি। সকাল পৌনে সাতটায় ধানমন্ডি থেকে বাসে চেপে বসলাম। গুলিস্তানে এসে...
  • জবি অ্যাকাউন্টিং অ্যালামনাই কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত সংবাদ বাংলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জবির অ্যাকাউন্টিং বিভাগের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের...
  • মীরপুরে এক বেলা আহারের শীতবস্ত্র বিতরণ সংবাদ বাংলা: শীত বস্ত্র বিতরণ করেছে ‘এক বেলা আহার’ সংগঠন। শনিবার  মীরপুরে শরীফ শিক্ষা পরিবার স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে  শীতবস্ত্র, কলম ও খাতা বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্টজন...
  • এক বেলা আহারের শীত বস্ত্র বিতরণ সংবাদ বাংলা: প্রতিবন্ধী ২১৪ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘এক বেলা আহার’। শনিবার সাভারের গান্দারিয়া গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই গ্রামে ২১৪টি প্রতিবন্ধী পরিবার...

বাজারে নতুন আলু এসেই দমাকা দাম ১৫০ টাকা

বাজারে নতুন আলু এসেই দমাকা দাম ১৫০ টাকা
অক্টোবর ৩০
১৭:২৯ ২০২০
সংবাদ বাংলা: চড়া দামের মধ্যে বাজারে নতুন আলু উঠলেও আপাতত দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ক্রেতারা। বরং তিনগুণ বেশি দামে কেজিতে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। শুক্রবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার, রামপুরা কাঁচাবাচারসহ অধিকাংশ খুচরা বাজারে পুরাতন আলুর পাশাপাশি বিক্রেতাদের দোকানে নতুন আলু দেখা যায়।
দাম বেশি হওয়ায় অল্প করে নতুন আলু রাখছেন সবজি বিক্রেতারা। দামের কারণে কোনো কোনো ক্রেতা এক বা আধা কেজি পরিমাণ করে নতুন আলু নিচ্ছেন।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার বলেন, পুরাতন আলু ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এটাই মূলত ক্রেতারা নিচ্ছেন। একদিন আগে তিনি দোকানে ১০ কেজি নতুন আলু তুলেছেন, এর মধ্যে অর্ধেক বিক্রি হয়েছে।
তিনি বলেন, নতুন আলু ভারত থেকে আমদানি হচ্ছে। অল্প পরিমাণ আসছে, তারপরও ঢাকার বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। নতুন আলু উঠলেও পুরাতন আলুর দামে কোনো প্রভাব পড়েনি, পড়বেও না। কারণ আমাদের দেশে এখন আলু চাষের কেবল সময় হয়েছে। এই আলু উঠলে তখন দাম কমতে থাকবে।
মগবাজার এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, দেখলাম বাজারে নতুন আলু উঠেছে, কিন্তু দাম কমার লক্ষণ দেখছি না। আগের সেই আলু ৪৫ টাকার কমে কোথাও বিক্রি হচ্ছে না। বাধ্য হয়ে এই দামে কিনেছি।
এদিকে আলুর চড়া দামের মধ্যে বেগুন, করলা, টমেটো, সিমসহ আরও কিছু সবজির কেজি ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। নগরীর কাঁচাবাজারগুলোতে বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বরবটি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখি, পটল, শসা, জিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পেপে ৫০ টাকা, প্রতিহালি কাঁচাকলা ৪০ টাকা, ছোট আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, আকারভেদে লাউ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।
অপরদিকে গত কয়েক মাস ধরে বাজারে কাঁচামরিচের ঝাল যেন কমছেই না। কেজি ২০০ থেকে ২৪০ টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
শান্তিনগরের সবজি বিক্রেতা মো. বাদল মিয়া বলেন, গত কয়েক মাস ধরেই সবজির দাম চড়া। কখনও কখনও কোনো কোনো সবজিতে পাঁচ-সাত টাকা বাড়ে কমে। একবার কমলে দুইদিন পর আবার বাড়ে। গত সপ্তাহে তুলনায় গাজর ও শসার দাম কেজিতে ১০ টাকা কমেছে। আবার বরবটি, বেগুন একটু বেড়েছে।
এদিকে হাওরের মাছ ধরার মৌসুমে রাজধানীর বাজারগুলোতে দেশি মাছে ভরপুর। এর পাশাপাশি চাষের মাছও বিক্রি হচ্ছে। তবে মাছের দাম কম নয় বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। বাজারে দুই ধরণের টেংরা মাছই ৬০০ থেকে ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেলে মাছ ৫০০ থেকে ৭০০ টাকা। শিং সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা, তারা বাইম, আইড় মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, সাধারণ বাইম ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
নদীর পাবদা, রিটা ৬০০ থেকে ৭০০ টাকা, চিংড়ি মাছ ৮০০ থেকে হাজার টাকা, শোল, গজার, মাগুর সাড়ে ৫০০ থেকে সাড়ে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ীরা জানান, হাওর ও নদীতে মাছ ধরা পড়ছে। কিন্তু দাম তেমন কমছে না। এর কারণ হিসেবে তারা বলেন, ইলিশ মাছ ধরা বাধা-নিষেধের কারণে বাজারে দেশি মাছ ভরপুর থাকলেও দাম কমেনি।
ডিমের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগি দাম কেজিতে ১০ টাকা কমেছে।
ফার্মের ডিমের ডজন ১১৫ টাকা, আর হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির কেজি ১২০ টাকা, কক মোরগ ২২০ টাকা, লেয়ার ‍মুরগি ২১০ থেকে ২২০ টাকা, দেশি মুরগি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, কয়েক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমেছে। তবে অন্যান্য মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে।

০ Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Leave a Reply

ফটো গ্যালারি

This slideshow requires JavaScript.

কারবার স্মৃতিতে অনন্য হোসনি দালান

ঢাকাইয়া বনেদি খাবার