বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলনে কাঁদলেন লিওনেল মেসি
সংবাদ বাংলা: নিজের বক্তব্য শেষ করার পর মেসি কেঁদে ফেলেন, বেশ খানিকটা সময় পুরো সংবাদ সম্মেলনের জায়গাটায় ছিল নীরবতা। ‘এটাই আমার বাড়ি আমি এখানে ফিরে আসবো, আমার শিশুদের কথা দিয়েছি আমি,’ বার্সেলোনায় নিজের শেষ সংবাদ সম্মেলনে শহর ও ক্লাব সম্পর্কে বলেন লিওনেল মেসি।
এরপরই শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। সাংবাদিকদের প্রশ্নে ছিল অবিশ্বাস, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন, এটাই অবিশ্বাস্য লাগছে অনেকের। লিওনেল মেসি বলেন, ‘আমি কখনো ভাবিনি এভাবে বিদায় নিতে হবে, এখানকার সবাইকে মনে থাকবে আমার, যে খাতিরযত্ন সবাই করেছে আমাকে, বিদায়ের সময় আমার দর্শকদের পাইনি আমি এটা আমার জন্য কষ্টদায়ক, আমি পুরো ন্যু কাম্পে মানুষের কাছে থেকে বিদায় নিতে চেয়েছিলাম।’
বৃহস্পতিবার বার্সেলোনা থেকে মেসির বিদায়ের ঘোষণা আসার পরপরই মেসির ক্যাম্প থেকে পিএসজির সাথে যোগাযোগ করা হয়। এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানিয়ে দেয় লিওনেল মেসির সাথে তারা যে চুক্তিতে সম্মত হয়েছিল সেটা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।
শৈশব থেকে লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলেছেন। চলতি বছরের পহেলা জুলাই থেকেই লিওনেল মেসি ফ্রি এজেন্ট, অর্থাৎ কোন ক্লাবের সাথেই আর চুক্তিবদ্ধ নন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেন, ১০টি লা লিগা শিরোপা জেতেন, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন। এছাড়া ছয়বার ব্যালন ডি অরও পান তিনি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment