বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাব দিলেন না স্বাস্থ্যমন্ত্রী
সংবাদ বাংলা: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকদের থামিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এ বিষয় নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। গত ২৮ জুলাই ব্যক্তিগত সফরে পরিবার নিয়ে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায় বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টায় তড়িঘরি করে দেশে ফেরেন মন্ত্রী।
বৃহস্পতিবার নিয়মিত সূচি অনুযায়ী মিডফোর্ট হাসপাতালে যান তিনি। সেখানে সাংবাদিকদের এড়িয়ে চলে আসেন সচিবালয়ে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ডেঙ্গু বিষয়ে সংবাদ সম্মেলন থাকলেও সেটি স্থগিত করা হয়। পরে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হলে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করতে চাইলে বাধা দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। পরে সাংবাদিকরা মন্ত্রীকে ডেঙ্গু ইস্যুতে কিছু কথা বলার জন্য অনুরোধ করলে, প্রথমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার নির্ধারিত বক্তব্য দেন। বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের চাপের মুখে তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এমন সময় মন্ত্রীর বিদেশ সফর নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী উত্তেজিত হয়ে ধমকের সুরে তিনি বলেন, আস্তে, প্লিজ। অন্য প্রসঙ্গে কথা বলেন। এখানে মেয়র সাহেবরা আছেন, তারা কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন তারপরে আমরা বলবো। এরপর বারবার প্রশ্ন করা হলেও কোনো জবাব দেননি মন্ত্রী।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment