Sangbad Bangla 24

News

 শিরোনাম
  • Circular Economy in the Garment Sector Development is Urgent The international study titled ‘Circular Economy in Bangladesh’s Apparel Industry (CREATE)’ will play a great role in developing the government’s policy for a circular economy in the garment sector Special Correspondent ...
  • সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা সংবাদ বাংলা: সোনার দামে নতুন রেকর্ড করেছে। ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করল। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে...
  • পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ চাষী সিরাজুল ইসলাম: পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ নিয়ে কিছু কথা। গত ১৮ মার্চ ময়ূরপঙ্খি নাওয়ে পদ্মা ভ্রমণের সুখস্মৃতি। সকাল পৌনে সাতটায় ধানমন্ডি থেকে বাসে চেপে বসলাম। গুলিস্তানে এসে...
  • জবি অ্যাকাউন্টিং অ্যালামনাই কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত সংবাদ বাংলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জবির অ্যাকাউন্টিং বিভাগের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের...
  • মীরপুরে এক বেলা আহারের শীতবস্ত্র বিতরণ সংবাদ বাংলা: শীত বস্ত্র বিতরণ করেছে ‘এক বেলা আহার’ সংগঠন। শনিবার  মীরপুরে শরীফ শিক্ষা পরিবার স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে  শীতবস্ত্র, কলম ও খাতা বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্টজন...

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ নিয়ে চিন্তিত মাশরাফি

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ নিয়ে চিন্তিত মাশরাফি
মে ২২
১৮:১৩ ২০১৯

সংবাদ বাংলা: পরিবারের সঙ্গে কয়েক দিন কাটিয়ে বুধবার লন্ডন গেলেন টাইগার অধিনায়ক মাশরাফি৷ যাওয়ার আগে সমর্থকদের একটু রয়েসয়ে স্বপ্ন দেখতে বললেন। প্রায় মাসখানেক আগে দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার সময় মাশরাফি বলেছিলেন, বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা৷ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় কোনো টুর্নামেন্ট জেতার পর টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরো বেড়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাশরাফিও তা স্বীকার করেছেন৷ তবে সেই সঙ্গে বিশ্বকাপের শুরুর তিন ম্যাচ যে বাংলাদেশের জন্য বেশ কঠিন সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি৷ ‘‘আমাদের জন্য কঠিন হবে, কারণ, প্রথম তিন ম্যাচের প্রতিপক্ষ খুবই কঠিন,” বলেন মাশরাফি৷
উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে৷ পরের দুটি ম্যাচ নিউজিল্যান্ড (৫ জুন) ও ইংল্যান্ডের (৮ জুন) বিপক্ষে। এই ম্যাচগুলো সম্পর্কে মাশরাফি বলেন, ‘‘তাদের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল পাওয়া সহজ হবে না৷” ইংল্যান্ডের মাটিতে অনেক রান ওঠার বিষয়টিও মঙ্গলবার উল্লেখ করেন টাইগার অধিনায়ক৷ ‘‘আপনি যদি ইংল্যান্ডের ক্রিকেট ফলো করেন, দেখবেন সেখানে অনেক রান হয়৷ ফলে (খেলতে) অন্যরকম অ্যাপ্রোচের প্রয়োজন হবে,” বলেন তিনি৷
১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়৷ এখন পর্যন্ত হওয়া ১১ বিশ্বকাপে মোট ১৬৫টি সেঞ্চুরি হয়েছে৷ করেছেন ১০৩ জন৷ এর মধ্যে ভারতের শচীন টেন্ডুলকার সর্বোচ্চ ছয়টি শতক হাঁকিয়েছেন৷ এরপর আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা৷ পাঁচটি করে সেঞ্চুরির মালিক তাঁরা৷
বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র তিনবার ৩০০-র বেশি রান তাড়া করে জয় পেয়েছে৷ এর মধ্যে দুটি জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে৷ অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে৷ মাশরাফি বলেন, ‘‘দেখেছেন, আমরা ৩২০ কিংবা ৩৪০ রান তাড়া করতে অভ্যস্ত নই৷ অন্যদিকে, আমরা নিয়মিত প্রতিপক্ষকে ২৭০ কিংবা ২৮০ রানে আউট করতে পারি না৷ আমাদের এই অভ্যাস গড়ে তুলতে হবে৷ আমাদের যা আছে সব নিয়ে লড়তে হবে৷”
বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না কুম্বলে: ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকেটনেক্সট’কে দেয়া সাক্ষাৎকারে মাশরাফির অধিনায়কত্বের প্রশংসা করেছেন৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফর্মেন্সেরও প্রশংসা করেন তিনি৷ তবে ধারাবাহিকতার অভাব রয়েছে উল্লেখ করে কুম্বলে জানান, তিনি মনে করছেন না যে, বাংলাদেশ বিশ্বকাপে শেষ চারে যেতে পারবে৷

০ Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Leave a Reply

ফটো গ্যালারি

This slideshow requires JavaScript.

কারবার স্মৃতিতে অনন্য হোসনি দালান

ঢাকাইয়া বনেদি খাবার