বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের নেপথ্যে এক পাকিস্তানি!
সংবাদ বাংলা: বিশ্বকাপের প্রথম ম্যাচে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। তারপর থেকে অনেকেই পাকিস্তানের ব্যাটিংয়ের এমন বিপর্যয় নিয়ে হাসি-ঠাট্টা করেছেন। পাকিস্তানের সাবেক তারকারা অধিনায়ক সরফরাজ আহমেদের প্রবল সমালোচনা শুরু করেছেন। কিন্তু পাকিস্তানকে ধূলিসাৎ করেছেন আসলে এক পাকিস্তানিই।
স্পিন কিংবদন্তি মুশতাক আহমেদের পরিকল্পনায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে এমন সাফল্য পেয়েছে। শর্ট বল আর বাউন্সার, এই দুই অস্ত্রে পাকিস্তানি ব্যাটসম্যানদের ধরাশায়ী করেছে ক্যারিবিয়ান পেসাররা। একের পর এক শর্ট বলে উইকেট দিয়ে গিয়েছেন বাবর আজম, ফাখর জামানরা। উল্লেখ্য, মুশতাক আহমেদ ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ
রাসেল, কটরেল, থমাসদের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন। আর ক্যারিবিয়ান বোলারদের এমন অস্ত্রের খোঁজ দিয়েছিলেন আসলে মুস্তাক আহমেদ। তিনিই বলে দিয়েছিলেন, পাক ব্যাটসম্যানদের দুর্বলতা রয়েছে শর্ট বলে।
ট্রেন্ট ব্রিজের বাউন্সি উইকেটে খেলতে নেমেছিল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাক আহমেদ রাসেলদের বলেছিলেন, ক্রমাগত শর্ট বলে আক্রমণ চালিয়ে যেতে। সেটাই করেছেন ক্যারিবিয়ান পেসাররা। সাফল্য এসেছে তাতে।
যদিও সরফরাজ আহমেদ ম্যাচ শেষে বলেছিলেন, আমরা জানতাম ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ঠিক কেমন বোলিং করবে। কিন্তু আমরা পরিকল্পনামাফিক খেলতে পারলাম না। তাই এই বিপর্যয়। মুস্তাক আহমেদ অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে নিজের পরিকল্পনার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment