বিয়ের পিঁড়িতে বসেই রোষে প্রিয়াঙ্কা
সংবাদ বাংলা: হলিউডে পা রাখার পর ‘দেশি গার্ল’-এর মনের ঠিকানা বদলায়। নিক জোনাসের সঙ্গে সম্পর্ক ক্রমেই গভীর হতে থাকে তাঁর৷ সদ্যই সেই প্রেম পেয়েছে পরিণতি। ১ ডিসেম্বর খ্রিস্টান রীতিতে এবং হিন্দু ধর্মমতে ২ ডিসেম্বর বিয়ে করেন দু’জনে। যোধপুর ভীষণ পছন্দ নিকের৷ স্বামীর পছন্দকে গুরুত্ব দিয়ে যোধপুরের উমেদ ভবনে বসেছিল বিয়ের আসর। নিজের বিয়েতে প্রিয়াঙ্কাই মাত করলেন৷ নাচে-গানে অতিথিদের আনন্দের জোয়ারে ভাসালেন তিনি।
পিগি চপসের বিয়ে বলে কথা, সেখানে যে আড়ম্বর থাকবে তা আর নতুন করে বলার কী-ই বা আছে? গোটা উমেদ ভবন জুড়েই আলোর রোশনাই। বাজিও ফাটানো হয়৷ আর তাতেই যত বিতর্কের সূত্রপাত। সনাতনী রীতির আগে খ্রিস্ট ধর্মমতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। ওইদিন সন্ধ্যায় বাজিও ফাটান অনেকেই। সেকথা জানাজানি হতেই সমালোচনায় সরব নেটিজেনরা। কারণ, এই প্রিয়াঙ্কাই দূষণমুক্ত দীপাবলি উদযাপনের পরামর্শ দিয়েছিলেন। নিকের ঘরনি বলেছিলেন, ‘‘দীপাবলিতে বাজি ফাটাবেন না। আলো জ্বালিয়ে মিষ্টিমুখ করে উদযাপন করুন। দূষণমুক্ত দীপাবলি পালন করুন যাতে আমার মতো শ্বাসকষ্টের রোগী ও পশুপাখি সবাই উৎসব উদযাপন করতে পারে।’’
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই প্রিয়াঙ্কার বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগ। কারণ, দূষণমুক্ত দীপাবলি উদযাপনের আবেদন করেছিলেন ‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী নিজেই। প্রিয়াঙ্কাকে তাঁর উপদেশের কথা স্মরণ করিয়ে নেটিজেনদের টিপ্পনি, বলিউড সেলেবরা বাজি ফাটালেও দূষণ হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও বাজি ফাটাচ্ছেন কেন? কারও আবার খোঁচা, এবার কি নিক-প্রিয়াঙ্কাকে বায়ু দূষণের দায়ে গ্রেপ্তার করবে প্রশাসন?
There are no comments at the moment, do you want to add one?
Write a comment