বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ উন্মোচিত
ডিসেম্বর ০৯
২৩:৫৫
২০২০
সংবাদ বাংলা: বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ উন্মোচিত হয়েছে রংপুর নগরীতে। বাল্যবিবাহ, যৌতুক, পণ প্রথা, ধর্মের অপব্যাখ্যাসহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রোকেয়া। মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিনে বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর শালবন ইন্দ্রার মোড়ে নির্মিত ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। ভাস্কর অনীক রেজা এই মহীয়সী নারীর ভাস্কর্যটি নির্মাণ করেন।
এটির উচ্চতা মাটি থেকে ২০ ফুট। এরমধ্যে শুধু রোকেয়ার প্রতিকৃতি লম্বায় প্রায় ১২ ফুট। আর বেদির চারদিক জুড়ে রয়েছে ৫০ বর্গফুট জায়গা। ভাস্কর্যটিতে রোকেয়ার জন্ম-মৃত্যুর সন উল্লেখসহ তার লেখা কিছু বই ও বাণীর উল্লেখ রয়েছে।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের একই তারিখে কলকাতার সোদপুরে তার মৃত্যু হয়। রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্য আমৃত্যু লড়াই করেছেন মহিয়সী এই নারী। মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী ইত্যাদি কালজয়ী গ্রন্থে ধর্মীয় গোঁড়ামি, সমাজের কুসংস্কার ও নারীর বন্দিদশার স্বরূপ উন্মোচন করেছেন তিনি।
ভাস্কর অনীক রেজা জানান, সিটি করপোরেশন থেকে তাকে ভাস্কর্যটি উন্মুক্ত করতে বলা হয়। এজন্য ছোটো পরিসরে তিনি ভাস্কর্য উন্মুক্ত করার প্রস্তুতি নেন।
এই সময় সরকারি বেগম রোকেয়া কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং রংপুরের কয়েকজন সাংস্কৃতিক কর্মী, কবি ও লেখক উপস্থিত ছিলেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment