বেসরকারি মেডিকেলের শিক্ষা পরিচালনা নীতিমালা সংস্কারে কমিটি
সংবাদ বাংলা: বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষা পরিচালনা নীতিমালা সংস্কারের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংস্কার সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এই কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার মান উর্দ্ধে রাখতে সরকার সব সময় কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসকের কোনো বিকল্প নাই। এজন্য চিকিৎসা শিক্ষার মান নিয়ে কোনো আপোষ করা হবে না। মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করতেও সরকার দ্বিধা করবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্যে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের নির্দেশ দিয়েছেন। কলেজ পরিচালনা নীতিমালা সংশোধন করে তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
কমিটিতে অন্যান্যের মধ্যে চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসির পরিচালক অধ্যাপক ডা. সহিদুল্লা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আব্দুর রশিদ সদস্য হিসাবে থাকবেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম বদরুন্নেসা সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment