বেসিস নির্বাচন ৩১ মার্চে
সংবাদ বাংলা: দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন ৩১ মার্চে অনুষ্ঠিত হবে। গঠনটির নির্বাচনের উপর বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, ২৭ মার্চ রাতে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে তারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীর দ্বারস্থ হলে দুই মন্ত্রীর আলোচনার প্রেক্ষিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার হয়। আলমাস জানান, বেসিসের সদস্য মধুমতি টেকের স্বত্বাধিকারী রকিবুল মিনাসহ ১১ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের এক চিঠিতে ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করার কথা জানানো হয়। পাশাপাশি বর্তমান কমিটিকে এই সময়ে দায়িত্বে থাকতে বলা হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment