ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিপ্রালনে বঙ্গবন্ধু বহুমুখী পদক্ষেপ নিয়েছিলেন: শিক্ষামন্ত্রী
সংবাদ বাংলা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু ব্যক্তি জীবন নয়, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম প্রতিপালনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুমুখী পদক্ষেপ নিয়েছিলেন। রোববার বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলামের নামে কোনও অপব্যাখা না হয় সেদিকে মাদরাসার অধ্যক্ষদের নজর দিতে হবে। মহানবীর (স.) আর্দশ সবাইকে মনে রাখতে হবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অনেক জাতিগোষ্ঠি আছে যাদের কোনো রাষ্ট্র নেই, একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ কাল থেকে এখনো সংগ্রাম করে যাচ্ছে। জাতির পিতা আমাদের জন্য একটি রাষ্ট্র দিয়ে গেছেন, এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। মাদরাসা শিক্ষার্থীরা বাংলা, আরবি ও ইংরেজি ভাষা জ্ঞানে সমৃদ্ধ হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য মাদরাসার অধ্যক্ষদের অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) একেএম আফতাব হোসেন প্রামানিক।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment