ব্যাটল অব মাইন্ড প্রতিযোগিতার নিন্দা
ডিসেম্বর ১৮
২০:৪৩
২০২০
সংবাদ বাংলা: তরুণদের ধূমপানে উদ্ধুদ্ধ করতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানী হীণ উদ্দেশ্যে তরুণদের সম্পৃক্ত করে ব্যাটল অব মাইন্ড নামক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। এ ধরনর অনুষ্ঠান যুবকদের তামাক/ধূমপানে আকৃষ্ট করার নামান্তর। ইতিপূর্বে ইয়ুথ প্রিভেনশন ক্যাম্পেইন নামে ক্যাম্পেইনের মাধ্যমে যুবক সমাজকে ধূমপানে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে ছিলো।
১৪ ডিসেম্বর ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানী আয়োজিত তথাকথিত ব্যাটল অব মাইন্ড প্রতিযোগিতা অনুষ্ঠানে পররাস্ট্র মন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন প্রধান অতিথি হিসাবে অংশগ্রহনে তামাকবিরোধী সংগঠনগুলো তাদের উৎকন্ঠার কথা জানিয়েছে।
প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে তামাক কোম্পানির নাম, লোগো ব্যবহার করে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যে কোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ। তারপরও ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো ২০০৪ সাল থেকে বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা বৃদ্ধির নামের আড়ালে তাদের উৎপাদিত তামাক পণ্যের প্রচার ও প্রসার ঘটাচ্ছে।
প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। এর আগে তামাকবিরোধী সংগঠনসমূহের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্বকিদ্যালয়ে ‘ব্যাটল অব মাইন্ড’ স্থগিত করে। এরপরেও তারা গোপনে সোস্যাল মিডিয়ায় তরুনদের বিভ্রান্ত করছে। বাংলাদেশ তামাকবিরোধী জোট এবং ‘প্রত্যাশা’ মাদক বিরোধী সংগঠনের পক্ষ থেকে দেশের যুবসমাজকে তামাক/ধূমপানে আসক্তির এই ধরনের তথাকথিত প্রতিযোগিতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment