ভারতে প্রশ্নপত্র ফাঁস; ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা
সংবাদ বাংলা: ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণির দুটো বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষাগুলো নতুন করে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষার আগেই দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। বুধবার দশম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন নিয়েও একই অভিযোগ ওঠার পর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা দুটি বাতিল ঘোষণা করে বলে জানায় আনন্দবাজার, এনডিটিভি।
শিক্ষার্থীরা বলছে, কেবল এ দুটি নয়, পরীক্ষার আগে আগে আরও অনেক বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। যে কারণে দশম ও দ্বাদশ শ্রেণির সব পরীক্ষাই নতুন করে নেওয়ার দাবি তুলেছে তারা। বৃহস্পতিবার শিক্ষার্থীরা দিল্লির যন্তরমন্তরের সামনে বিশাল সমাবেশও করেছে।ফাঁসের ঘটনা অনুসন্ধানে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ একটি তদন্ত দল কাজ শুরু করেছে। দিল্লি পুলিশ অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানিয়েছে এনডিটিভি; যাদের বেশিরভাগই হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া শিক্ষার্থী।
ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভাদেকর প্রশ্নপত্র ফাঁসের কথা ‘কার্যত স্বীকার’ করে নিয়ে বলেছেন, সম্ভবত ‘২-৩টি বিষয়ের প্রশ্ন’ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হোয়াটস অ্যাপের মাধ্যমে ফাঁস হয়েছে। ঘটনায় অভিযোগ দায়েরের কথা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন তিনি। আনন্দবাজার বলছে, মাধ্যমিক বোর্ডের প্রশ্নপত্র ফাঁসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ক্ষুব্ধ। দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী জাভাদেকরকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment