‘ভারত’ দর্শনে উন্মাদনা সালমানপ্রেমীদের
সংবাদ বাংলা: ঈদে মুক্তি, দুর্দান্ত উইকেন্ডের পর সোমবারের বাজারেও চালিয়ে খেলল ভারত। সপ্তাহের প্রথম দিনেও প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পাঁচ দিনে ভারতের মোট কালেকশন প্রায় ১৫০ কোটি টাকা। বক্স অফিসে যেন ম্যাজিক দেখাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ভারত।
মাত্র পাঁচ দিনেই ১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল আলি আব্বাস জাফরের এই ফিল্ম।
ঈদে মুক্তি, দুর্দান্ত উইকেন্ডের পর সোমবারের বাজারেও চালিয়ে খেলল ভারত। বক্স অফিসে যেন ম্যাজিক দেখাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ভারত। মাত্র পাঁচ দিনেই ১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল আলি আব্বাস জাফরের এই ফিল্ম।
ঈদে মুক্তি, দুর্দান্ত উইকেন্ডের পর সোমবারের বাজারেও চালিয়ে খেলল ভারত। সপ্তাহের প্রথম দিনেও প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পাঁচ দিনে ভারতের মোট কালেকশন প্রায় ১৫০ কোটি টাকা। চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভারত’, নয়া রেকর্ড সালমানের প্রথম দিনেই ৪২.৩ কোটি টাকার ব্যবসা করেছে ভারত। দেশের ৪৭০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ভারত সলমানের বাকি সব ব্লকবাস্টারকে পেছনে ফেলে দিয়েছে। ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর দিনে ছবির মুক্তি নির্মাতাদের কাছে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে কোনও কিছুর পরোয়া না-করে হইহই করে সিনেমা হলে ভিড় জমান সলমান ভক্তরা। ফের নিজেকে ক্রাউড পুলার হিসেবে প্রমাণ করেন বলিউডের সুলতান। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৩১ কোটি টাকার ব্যবসা করেছে ভারত। শুক্রবার ও শনিবারও সেই ধারা অব্যাহত থেকেছে। শনিবার ২৬.৭০ কোটি টাকার ব্যবসা এসেছে। চারদিনে এই মুভির মোট কালেকশন ১২২.২০ কোটি টাকা। এর ফলে নয়া রেকর্ডও করে ফেলেছেন সলমান। ১০০ কোটির ক্লাবে এই নিয়ে তাঁর ১৪টি ছবি জায়গা করে নিল। এগুলির মধ্যে তিনটি ছবি ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। সুপারস্টার হিসেবে সর্বাধিক ১০০ কোটির ছবির মালিকও তিনিই।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment