ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ বুধবার
সংবাদ বাংলা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে বুধবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশসেরা শ্রেষ্ঠ তিনজনকে পুরস্কার তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আটটি বিভাগের সেরা ৮৪জন প্রতিযোগী আরবি ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে জাতীয় প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে অংশ নেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রতিযোগিতায় সারাদেশ থেকে ফাজিল ও কামিল শ্রেণির এক হাজার ৫শ ২৫জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশাহ এমপি ও রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সচিব মো. আলমগীর। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment