ভাসমান হোটেল
এপ্রিল ১৮
১১:১০
২০১৮
সংবাদ বাংলা: রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধভাবে ভাসছে লঞ্চ। দেখতে লঞ্চ হলেও এই লঞ্চ কোথাও যায় না। ওয়াইজঘাটেই পড়ে থাকে। এগুলো একেকটি ভাসমান হোটেল। সিঙ্গেল কেবিনের ভাড়া মাত্র ৮০ টাকা। সত্তরের দশকে জমজমাট ছিল এই হোটেল-বাণিজ্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা ঢাকায় আসতেন এবং এসব ভাসমান হোটেলে রাত যাপন করতেন৷ চাহিদা কমে যাওয়ায় ভাসমান হোটেল কমতে কমতে চারটিতে এসে ঠেকেছে। সংবাদ বাংলা’র পাঠকদের জন্য সচিত্র প্রতিবেদন করেছেন শেখ ফেরদৌস।
ভাসমান হোটেল। ছবি: শেখ ফেরদৌস
ভাসমান হোটেলের সিঙ্গেল রুম; আছে বৈদ্যুতিক পাখা। ছবি: শেখ ফেরদৌস
ভাসমান হোটেলের ভিতর-বাইরের পরিবেশ নিয়ে আছে বিস্তর অভিযোগ। ছবি: শেখ ফেরদৌস
There are no comments at the moment, do you want to add one?
Write a comment