ভেড়ার পালে মোদির ছবি!
সংবাদ বাংলা: ভারতের বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভেড়ার সঙ্গে তুলনা করেছে। গতকাল শনিবার ছিল ২০১৬ সালে নোট বাতিলের ৫০০তম দিন। সরকারের সেই সিদ্ধান্ত কটাক্ষ করতে গিয়ে টুইট করে মোদিকে ভেড়ার সঙ্গে তুলনা করেছে কংগ্রেস।
কংগ্রেসের টুইটে ভেড়ার পালের মধ্যে মোদির ছবি বসিয়ে লেখা হয়, ‘ভারতীয় ইতিহাসের অন্যতম একটি বিপর্যয়ের ৫০০তম দিন হচ্ছে শনিবার। এদিন আমরা সেসব নিরপরাধ লোকজনকে স্মরণ করতে চাই, এক ব্যক্তির বোকামিতে পূর্ণ হঠকারী সিদ্ধান্তের কারণে যাদের জীবন দিতে হয়েছে।’ টুইটারে নরেন্দ্র মোদির ছবির ওপর ক্যাপশনে লেখা হয়েছে-‘নোট বাতিল সেই ভেড়াগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যারা মনিবের কাছ থেকে কম্বল উপহার পাওয়ার আনন্দে নেচে উঠেছিল। কিন্তু এরপরই তাদের মধ্যে একটি ভেড়া চিৎকার করে উঠে কম্বল তৈরি করার জন্য উল কোথা থেকে আসবে?’
২০১৬ সালের ৮ নভেম্বর ভারতজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নোট বাতিল নিয়ে ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তবু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন মোদি। মোদি জানিয়েছিলেন, দুর্নীতি ও কালো টাকার ওপর আঘাত হানতেই এ সিদ্ধান্ত।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment