মহাজোট গড়তে একাট্টা সোনিয়া-মমতা
সংবাদ বাংলা: এবার দিল্লি সফরে গিয়ে বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল ওই বৈঠকের জন্য আমন্ত্রণ জানালে তাতে সাড়া দেন মমতা। তবে কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনা ঠেকাতে দুই নেত্রীর মধ্যে দূরত্ব বাড়াতে সচেষ্ট ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার চাওয়া, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধীদের নিয়ে তৃতীয় ফ্রন্টে যোগ দিক তৃণমূল। বিজেপি মনে করে, এরকম হলে গেরুয়া শিবিরেরই লাভ। খবর আনন্দবাজার পত্রিকার।
আহমেদ প্যাটেল বলেন, ‘মোদির বিরুদ্ধে দুটি ফ্রন্ট হওয়া কাম্য নয়। মোদিবিরোধী মঞ্চে আমরা একজোট হবো।’ সবকিছু ঠিক থাকলে আগামীকাল হতে পারে সোনিয়া-মমতার বৈঠক। তৃণমূলের সমর্থনে কংগ্রেস মুখপাত্র অভিষেক রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূল কাছাকাছি এসেছে বলে মনে করা হচ্ছে। তবে বিজেপি এখন এই মোদিবিরোধী ফ্রন্ট ভাঙতে মরিয়া। সেটা করতে গিয়েই মমতার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে জল্পনা উসকে দিতে চাচ্ছে বিজেপি। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে এখনই কথা বলতে আগ্রহী নন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জোট ঠেকাতে মরিয়া অমিত শাহ কংগ্রেসকে বাইরে রেখে তৃতীয় ফ্রন্ট গঠনের চেষ্টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার কথায়, ‘আঞ্চলিক দলের নেতারা বোধহয় রাহুল গান্ধীর হারের রেকর্ডকে ভয় পান! সে কারণেই দূরে থাকতে চাইছেন!’ বিজেপি মনে করে, বিজেপিবিরোধী ভোট কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ এবং আঞ্চলিক দলগুলোর তৃতীয় ফ্রন্টের মধ্যে ভাগ হয়ে গেলে বিজেপিরই লাভ। সে কারণেই তারা চায় না পশ্চিমবঙ্গেও তৃণমূল এবং কংগ্রেস একাট্টা হোক।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment