মহানগর মহিলা কলেজে বিক্ষুব্ধ এইচএসসির ছাত্রীদের তালা
সংবাদ বাংলা: রাজধানীর পুরান ঢাকার ঢাকা মহানগর মহিলা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এইচএসসির প্রবেশপত্র নিতে গেলে পরীক্ষার্থীদের কাছ থেকে মডেল টেস্টের নামে অতিরিক্ত ৫ থেকে ৬ হাজার টাকা দাবি করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার (২৭ মার্চ)বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে কলেজটির সামনের সড়ক অবরোধ করে। এরপর কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
পরীক্ষার্থীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দিয়েছে টাকা না দিলে প্রবেশপত্র দেবে না, পরীক্ষাও দিতে দেবে না। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন। ঢাকা মহানগর মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের অভিযোগ, টেস্ট পরীক্ষা দেয়ার পর কলেজ কর্তৃপক্ষ আমাদের বলে মডেল টেস্ট দিতে হবে। যদিও এটা বাধ্যতামূলক নয়। তারপরও তারা আমাদের পরীক্ষা দিতে বাধ্য করেছে। পরীক্ষা শেষ হয়েছে। এখন তারা আমাদের কাছে এই মডেল টেস্টের জন্য ৫ থেকে ৬ হাজার টাকা চাচ্ছে। গত তিন দিন ধরে আমরা প্রবেশপত্রের জন্য ঘুরছি। কিন্তু টাকা না দিলে প্রবেশপত্র দিচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। এর আগেও বিভিন্ন পরীক্ষার সময় টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ওই শিক্ষার্থী অভিযোগ করেন, প্রিন্সিপাল বলেছেন, ছাত্রীদের গায়ে গরম পানি ঢালা হবে। তৃপ্তি নামে এক শিক্ষার্থী বলেন, টাকা না দিয়ে অ্যাডমিট নিলে প্রাকটিক্যালে মার্ক দেয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করেন। অবৈধভাবে পদ দখল করে আছেন। প্রায়শই তিনি কলেজে না থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও রাজনৈতিক দলের অফিসে ঘোরাফরা করেন বলে অভিযোগ রয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের পর কলেজ কর্তৃপক্ষ কোনো অতিরিক্ত ফি ছাড়াই শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করেছে।
এইচএসসি পরীক্ষার্থী কানিজ ফাতেমা মনিকা বলেন, দিনব্যাপী বিক্ষোভের পর সব ছাত্রীদের প্রবেশপত্র দেয়া হয়েছে।
উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোনো অতিরিক্ত ফি ধার্য করা যাবে না বলে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment