মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত
অক্টোবর ২৪
১৪:৩০
২০২০
মো. কামাল উদ্দিন: দাখিল ও আলিম পাস করা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত। শিক্ষার্থীরা চিকিৎসক, প্রকৌশলী কিংবা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন এ কথা জানান। তিনি বলেন, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা আবশ্যিক বিষয় পড়ে; মাদ্রাসার শিক্ষার্থীদের একই পাঠ্যক্রমের আবশ্যিক বিষয়ে পাঠদান করা হয়। এক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের চেয়ে বেশি বিষয় ও নম্বরের অধ্যয়ন করতে হয় মাদ্রাসা শিক্ষার্থীদের। মাদ্রাসায় যথেষ্ট মেধাবী শিক্ষার্থী আছে।
মেডিকেল, প্রকৌশলী ভর্তি পরীক্ষা ছাড়াও যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের ছাত্ররা ভালো করছে। প্রতিবছরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেরা ফলাফল করে থাকে। বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো করে।
তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞানের শিক্ষার্থী কম। মানসম্মত বিজ্ঞানের শিক্ষক ও ল্যাবের অভাব রয়েছে। তাই দাখিল বা আলিম পর্যায়ে বিজ্ঞানের শিক্ষার্থী বাড়ছে না। মানসম্মত মাদ্রাসা শিক্ষা নিশ্চিতে প্রাথমিক অর্থাৎ ইবতেদায়ি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধান জরুরি বলে তিনি মনে করেন।
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা অনেকটা বিনা বেতনে পাঠদান করাচ্ছেন। প্রাথমিক স্কুলের মতো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ দাবি জানাচ্ছেন শিক্ষকরা। এ বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে। সমাজের একটি অংশ মাদ্রাসা শিক্ষাগ্রহণ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতের মাধ্যমে সমাজের মূল ধারায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আসা সম্ভব বলে তিনি মনে করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম প্রতিষ্ঠানে ধর্মীয় সহিষ্ণুতা ও বাংলাদেশের স্বাধীনতা ও অভ্যূদয় বিষয়গুলোর চর্চা রয়েছে। মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা প্রতিদিন জাতীয় সঙ্গীত গায়। তাই জঙ্গিবাদে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই। এই বিষয়টি নানা রকমের গবেষণা ও জরিপে উঠে এসেছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment