মিশা-পূর্ণিমার ধর্ষণ আলোচনা!
সংবাদ বাংলা: চলচ্চিত্রে ধর্ষণ দৃশ্যে অভিনয় নিয়ে এক টিভি অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা ও অভিনেতা মিশা সওদাগরের ‘হাস্য-রসাত্মক’ আলোচনা নিয়ে বইছে সমালোচনার ঝড়। তাদের আলোচনার ভিডিও ফেসবুকে প্রকাশের পর অনেকে একে ‘কুৎসিত’ বলেছেন। ধর্ষণের মতো ‘স্পর্শকাতর’ বিষয়ে ‘নিরাবেগ ও রসাত্মক’ আলোচনা নিয়ে বলছেন, দেশে প্রতিনিয়ত বেড়ে চলা ধর্ষণের পেছনে গণমাধ্যম ও চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি ১৭ মার্চ আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ টকশোর। দিলারা হানিফ পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খলনায়ক মিশা সওদাগর।
অনুষ্ঠানের এক পর্যায়ে পূর্ণিমা হাসতে হাসতে সহ অভিনেতা মিশাকে প্রশ্ন করেন, তিনি চলচ্চিত্রে কতবার ধর্ষণ করেছেন? কোন নায়িকার সঙ্গে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? ইত্যাদি। তাদের আলোচনা দেখে ফেইসবুকে অনেকে বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণ দৃশ্য যে যৌন সুড়সুড়ি দেওয়ার জন্য আরোপ করা হয়, দুই অভিনেতা-অভিনেত্রীর কথায় তারই যথার্থতা মেলে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment